ছাত্রলীগকে আগামীতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না বলেই বিরোধীদলের উপর আক্রমণ করছে। খুলনা জেলার সদস্য সচিব হামিদুর রহমান রাজিব ও বাগেরহাট জেলা সদিস্য সচিব নুরুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে মাদক ও নাশকতার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদ।
এ’সময় গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, বিরোধীদলের উপর নির্যাতন দমন নিপীড়নে এই ক্রিমিনাল সরকারের বিচার এই দেশের মাটিতে করা হবে। এ’সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, বিরোধীদলের উপর অত্যাচার, দমন নিপীড়নের দায়ে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এ’সময় দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের আটক ও মিথ্যা মামলা, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতিতে গণধিকার পরিষদ আগামী পহেলা মার্চ মুখে কালো ব্যাচ ধারণ করে দলীয় কার্যালয় থেকে গণপদযাত্রা করবে।




























