রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাসের ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসেছে রাশিয়ার জাহাজ। হলদিয়া বন্দর থেকে ট্রানজিট পণ্য হিসেবে বৃহস্পতিবার ভোরে এবার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৮৯ প্যাকেজে ১ হাজার ৬৯০ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে আসা ৯৮৯ প্যাকেজে ১ হাজার ৬৯০ মেট্রিক টন পণ্য আসে। রাশিয়ার ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এসব পণ্য সরাসরি রাশিয়ার সেন্টপিটাবার্গ বন্দর থেকে মোংলা বন্দরে আনা যায়নি। রাশিয়া থেকে এসব পণ্য জাহাজে করে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হয়েছে। এরপর ট্রানজিট হিসেবে হলদিয়া বন্দর থেকে মোংলা বন্দরে আনা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। দুদিন ধরে এসব পণ্য খালাসের পর শনিবার সড়ক পথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রে পাঠানো হবে। এর আগে একইভাবে হলদিয়া বন্দরে খালাসের পর গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ৪৮ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলায় নোঙ্গর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। এখন রাশিয়া থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত সব পণ্য খালাস হয় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে। এরপর সেখান থেকে এসব পণ্য মোংলা বন্দরে আনা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে