
দুর্নীতি প্রবণতার দিক থেকে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ১২’তম। গত বছর অবস্থান ছিল ১৩’তম। সূচক অনুযায়ী গত এক বছরে দেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে। আজ মঙ্গলবার(৩১’শে জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির ‘দুর্নীতির ধারণা সূচক ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংস্থাটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এবার বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির অবস্থান ১ নম্বরে। এর পরে যৌথ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। আর সোমালিয়া রয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়। দেশটির অবস্থান ১৮০ নম্বরে। সোমালিয়ার পরে সাউথ সুদান ও সিরিয়ার অবস্থান।
দুর্নীতির এই সূচকে বাংলাদেশের একধাপ আগে ১১ তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। আর ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ২৫ ও ১৪ তম।














