নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় অবশেষে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯’জানুয়ারি) সন্ধ্যায় এক মাস পর তারা কারামুক্ত হন। সোমবার বিকেলে এই দুই নেতার জামিন আদেশের কপি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। তাদের জামিননামার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মুক্তি দেওয়া হয়।

এদিকে দুই নেতার জামিনের সংবাদ পেয়ে সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কেরানীগঞ্জ ও ঢাকার আশপাশের বিএনপির নেতা-কর্মীরা কারাগার প্রাঙ্গণে এসে জড়ো হন। বিকেল থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে কারাগারের ফটকে অপেক্ষা করতে দেখা যায়।তার সঙ্গে ছিলেন বিএনপির আরও অনেক নেতা-কর্মী। গত ৩’জানুয়ারি মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৬ মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি তাঁদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্নিষ্টদের প্রতি রুল জারি করা হয়।হাইকোর্টের দেওয়া জামিন রোববার বহাল রাখেন আপিল বিভাগ।

গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে গত আট ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীকে উস্কানি দেওয়ার মামলায় এই দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে