
ঢাকায় মার্কিন দূতাবাসকর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২’শে ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে ফোনালাপে এ অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। পরে এক বিবৃতিতে এই ফোনালাপের নানা দিক তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হয়েছে।
কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সনদের বিষয়ে পারস্পরিক অঙ্গীকারের বিষয়ে আলোচনা করেন তারা। এ’সময় শাহরিয়ার আলম নিশ্চিত করেন, বাংলাদেশে থাকা কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন। এ’ছাড়া রাষ্ট্রদূতদের জনসমক্ষে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।














