বাংলাদেশের রপ্তানির প্রধান তৈরি পোশাক শিল্প খাতকে ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। আধুনিকায়ন ও প্রযুক্তিগত সহায়তায় ১১’দশমিক দুই’মিলিয়ন ডলার দেবে এডিবি। যা বাংলাদেশি মুদ্রায় ১১৮’কোটি টাকা। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এডিবি।
এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)’র ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা জানান, তৈরিপোশাক বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এ ঋণের মাধ্যমে পোশাকখাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম সুতা উৎপাদন ক্ষমতা বাড়বে। ফলে আমদানিকৃত সুতার উপর নির্ভরতা কমে আসবে।
মূলত বাংলাদেশের পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলকে এই ঋণ দেয়া হচ্ছে। এই ঋণে এনভয় টেক্সটাইল পরিবেশবান্ধব উৎপাদন কারখানা হবে। এর ফলে কমপেক্ষ ২৫০টি নতুন লোকের চাকরি হবে। টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। এ ঋণের মাধ্যমে পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পরে অর্থায়ন করছে এডিবি।














