বেলজিয়াম পুলিশ ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কাইলিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০’ই ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে— এমন অভিযোগের বিষয়ে তদন্তে ইভার নাম এসেছে। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এর পর ইভাকে গ্রেফতার করা হলো।

জানা যায়, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ইভা কাইলিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার। কেইলির ব্রাসেলসের বাসা থেকে কয়েক ব্যাগ ভর্তি অন্তত ছয় লাখ ইউরো ও একাধিক কম্পিউটার-মোবাইল ফোন জব্দ করা হয়। তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হয় পার্লামেন্ট থেকে। এ ঘটনায় গ্রেফতার হওয়া বাকি তিন জনের সবাই ইতালির নাগরিক। পাঁচ অভিযুক্তকেই শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের যে ১৪ সদস্য আছেন তাদের মধ্যে ইভা কেইলি অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগ, পার্লামেন্টকে প্রভাবিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে উপসাগরীয় একটি দেশ থেকে ঘুষ নেন কেইলি। ব্রাসেলসের আদালত সরাসরি নাম উল্লেখ না করলেও দেশটি যে কাতার তা নিশ্চিত করেছে ইউরোপীয় গণমাধ্যম।/সূত্র:এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে