বিএনপির সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে বিশ হাজারেরও অধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হয়েছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, নাশকতার কোন তথ্য নেই তবুও সমাবেশ শান্তিপূর্ণ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও প্রতিটি মোড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাসীর ব্যবস্থা করার কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান ডিবি প্রধান।
এদিকে, চাপা উত্তেজনা আর ব্যাপক সংঘর্ষের পর নয় পল্টন নয় বিএনপি সমাবেশ করছে গোলাপবাগ মাঠে। তবুও কেন্দ্রীয় দলটির কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী। নয়াপল্টনে সমাবেশ না হলেও বিএনপি কার্যালয় এবং আশপাশের এলাকা ঘিরে রাখার কারন ব্যাখ্যা করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, গোয়েন্দা তথ্যের কারণেই পল্টন বিএনপি কার্যালয়সহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন। শনিবার সকালে পল্টনে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ রাস্তাগুলো খুলে দেয়ার কথাও বলেন হাফিজ আক্তার। অন্যদিকে, সমাবেশস্থল গোলাপবাগ মাঠসহ রাজধানীতে সার্বক্ষনিক টহল দিচ্ছে র্যাবের হেলিকপ্টার।














