শনিবার বিএনপির জনসমাবেশ ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। এছাড়া রাজধানীর ভেতরেও বিভিন্ন সড়কে তল্লাশি করা হচ্ছে। দূরপাল্লার যানবাহনের চলাচল কম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও নেই গাড়ির চাপ। ঢাকার ভেতরে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হচ্ছেন না নগরবাসী। কাজের প্রয়োজনে যারা সড়কে বের হয়েছেন গণপরিবহন না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীদের। পরে রিকশা, সিএনজি করে বা পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশে।

এদিকে, রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বেলা ১১টায় শুরু হয় সমাবেশ, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সমাবেশে আসা নেতাকর্মীদের ভিড় গোলপাবাগ মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে আশপাশের বিভিন্ন সড়কেও। কমলাপুর স্টেডিয়াম থেকে জনপথ মোড় পর্যন্ত সড়কে ভিড় থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এর আগে, শুক্রবার দুপুর থেকেই গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন। বিএনপি শুরু থেকেই নয়াপল্টনে আজকের সমাবেশ করার দাবি জানিয়ে আসছিল, তবে শেষপর্যন্ত সেখানে অনুমতি মেলেনি তাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে