বিএনপির আন্দোলনে ভয় পেয়ে সরকার এখন জেলায় জেলায় পুলিশ নামিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কৃষক সমাবেশে তিনি এমন অভিযোগ।
কৃষি উপকরণের দাম কমানো, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণকে ভয় পায় তাই শান্তিপূর্ণ কর্মসূচিতেও নানাভাবে বাধা দিচ্ছে। তিনি বলেন, নেতা-কর্মীদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না।
মির্জা ফখরুল বলেন, আপনারা একটা সমাবেশের জন্য পুলিশকে লাগিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় মারামারি করতে। সিরাজগঞ্জে গুলি করেছেন। আমাদের ইকবাল হাসান মাহমুদ সাহেবের স্ত্রীকে পর্যন্ত গুলি করেছেন। সিলেটে গুলি করেছে, গোলমাল করছে। হবিগঞ্জে গুলি করেছে। এ’সময় অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, দাবি আদায়ে সোজা কথায় কাজ না হলে জেলের তালা ভাঙার জন্য প্রস্তুত থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি আদায়ে সফলতার আশা জানান বিএনপি নেতারা।




























