খুলনার সমাবেশের আগে পথে পথে বাধা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। পথে পথে বিএনপির নেতা-কর্মীদের দেখা-মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ। এই গণসমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরও বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় নিতে হবে সরকারকে। গণপরিবহণ বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় সরকার বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার রাষ্ট্র চালাতে চায় মানুষকে বাদ দিয়ে। তারা নির্বাচন করতে চায় জনগণকে ছাড়া। জনগণ জেগে উঠলে ক্ষমতা ছাড়তে হবে, তারা সারাক্ষণ এই ভয়ে থাকে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে