
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে ফলে সরকারকে আর একদিনও সময় দেয়া যায় না। তাদের পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়। আজ বুধবার(১২’ই অক্টোবর) বিকেলে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে এমন কথা বলেন তিনি।
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন প্রতিহত করার ঘোষণাও দেন তারা। বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, দুর্ভিক্ষের কথা না বলে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে ক্ষমতাসীনদের।
জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও চলমান আন্দোলনে পাঁচ নেতাকর্মী নিহতের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপি’র এই বিভাগীয় গণসমাবেশ। সকাল থেকেই নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ডে জড়ো হন বন্দর নগরী চট্টগ্রামসহ আশপাশের জেলার বিএনপি’র নেতাকর্মীরা। দুপুরের পর উপস্থিত হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
সমাবেশে যোগ দিতে আসার সময় বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা ও হামলা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতারা। এ’সময় বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশ অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশের মানুষ জেগে উঠেছে, একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন তিনি। সমাবেশ থেকে খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।




























