ফুটবলের মতো নারী ক্রিকেটেও আছে সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিগার সুলতানার দল। এর আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারানো দলটি ‘এ’ গ্রুপের শীর্ষ দল হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে।
আবু ধাবিতে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেললেন মুর্শিদা খাতুন। তবে, চতুর্থ ওভারে শামীমা আউট হন ১০’রান কোরে। এরপর মুর্শিদা খাতুন ও নিগার সুলতানার ১৩৮ রানের জুটিতে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫৮’রান। টি-টোয়েন্টির চাহিদা মতো ব্যাটিং করে দুজনেই তুলেছেন ফিফটি। ৯ চারে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুর্শিদা। ৪০ বলে ১ ছক্কা ৬ চারে ৫৬ রান করেন নিগার। রান তাড়ায় জবাবে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র। এরপর অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষর অপরাজিত ৭৪ রানে শুধু হারের ব্যবধান কমিয়েছে মার্কিন মেয়েরা। গ্রুপপর্বে শতভাগ সাফল্য নিয়ে ফাইনালে লাল-সবুজ। ২৩ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে।
আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। আইসিসি
র্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব থেকে আসা দুটি দলকে নিয়ে, দশ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই বাছাই পর্ব থেকে নিজেদের বিশ্বকাপ মিশন নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।