আওয়ামী লীগের নেতৃত্ব এখন সরকারি আমলাদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে মহাখালিতে এক সমাবেশে তিন একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আওয়ামী লীগের হাতে এখন নেতৃত্ব নেই। প্রশাসনের যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তাদের হাতেই এখন দলটির নেতৃত্ব চলে গেছে।
রাজধানীর পল্লবীসহ বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মহাখালিতে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ। সমাবেশে বিএনপি নেতারা বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানান। তারা বলেন, দেশে গণতন্ত্র নেই এবং সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় বলেই বিরোধী মতকে ভয় পায় সরকার।




























