আন্তর্জাতিক ডেস্ক| আটটায় চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২২ সালের মধ্য-শরৎ উৎসবের গালা অনুষ্ঠান সম্প্রচার হয়েছে। এটি পূর্নিমার রাতে সকল চীনাদের উৎসব মুখর ‘চাঁদের ভোজন’ প্রদান করেছে।এই গালা অনুষ্ঠান চিয়াংসু প্রদেশের চাংচিয়াকাং শহরে অনুষ্ঠিত হয়েছে।
প্রযুক্তির মাধ্যমে সাফল্য অর্জনের উদ্ভাবনাময় চেতনায় গালা অনুষ্ঠানে ‘চিন্তাধারা যোগ, শিল্পযোগ প্রযুক্তি’র মিশ্রণী সম্প্রচারে আবেগপূর্ণ শিল্প এবং গভীর সংস্কৃতিকে বাস্তব পাহাড় ও পানির দৃশ্য সংযুক্ত করে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিশেষ আকর্ষণ হাজির করা হয়। তাতে চীনা জাতির সমন্বিত শক্তি ও গৌরব বোধ তুলে ধরা হয়েছে।
চীনের শেনচৌ-১৪ মহাকাশযানের নভোচারী ছেনতোং, লিউ ইয়াং ও ছাই স্যু চে চীনের মহাকাশ স্টেশনে চীনাদের ইতিহাসে প্রথম ‘মহাকাশে মধ্য-শরৎ উৎসব’ কেটেছেন। সিএমজির সেই গালা অনুষ্ঠানে তিনজন চীনা নভোচারীরা বিশেষ ভিডিও’তে সকল চীনাদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি সৌভাগ্যের তারা প্রদান করেছেন।
এ বছরের সিএমজি’র গালা অনুষ্ঠানের তিনটি পর্বে চন্দ্র সংস্কৃতির বিষয় প্রাধাণ্য পেয়েছে। তাতে ছিল দীর্ঘকালীন ঐতিহাসিক উৎসবের রীতিনীতি, প্রবল নস্টালজিয়া এবং বাড়ি ও দেশের জন্য উষ্ণ আবেগ। পরিবেশ করা গান, নাচ, সিম্ফনি এবং অপেরায় দর্শকদের কাছে চীনা জনগণের গভীর অনুভূতি এবং রোমান্স তুলে ধরেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি নানা প্রযুক্তি উদ্ভাবনা করেছে। সে সব নতুন প্রযুক্তির সাহায্যে ভার্য়াচুল ও বাস্তব দৃশ্যের মিশ্রণী মঞ্চে পুনর্মিলনের পরিবেশ তৈরি হয়েছে, যা দর্শকদের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করেছে। সূত্র:সিএমজি