ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) ৯ জুন ২০২০ “করোনায় চাকরির বাজার” শীর্ষক ওয়েবিনার আয়োজন করে। করোনা মহামারির সময় ও মহামারি কেটে গেলে বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা নিয়ে মূলত এই ওয়েবিনারের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউল্যাব বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক এবং স্টুডেন্টস এ্যাফেয়ার্স অফিস  ক্যারিয়ার  সার্ভিসেস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান রুপার পরিলনায় আলোচনায় অংশ নেন পাঠাও এর কোফাউন্ডার ও সিইও হোসাইন এম ইলিয়াস ও ডন সামদানি ফ্যাসিলিটিশন এর চীফ ইন্সপিরেশনাল অফিসার ডন সামদানি। স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক।   

বক্তারা এই করোনাকালে শিক্ষার্থীদেরকে তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন ও চাকরির বাজারের জন্য নিজেকে তৈরি করতে পড়াশুনার পাশাপাশি অনলাইনে নানা ধরেনের স্কিল বৃদ্ধির  পরামর্শ দেন। প্রশ্নত্তোর পর্বে কভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে নিজেকে কিভাবে প্রস্তুত হতে হবে সে বিষয়ক নানা দিক নির্দেশনা দেন তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে