পুলিশের ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) পদমর্যাদার ১৪’ই কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রবিবার(১৮’ই ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পদোন্নতি পাওয়া ১৪ জনের মধ্যে চার জনকে সরাসরি ও ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি খন্দকার লুৎফুল কবির, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভুঞা ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে সরাসরি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, ট্রেনিং ড্রাইভিং স্কুল এর কমান্ড্যান্ট ময়নুল ইসলাম, স্পেশ্যাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ানের ডিআইজি গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির ডিআইজি কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের ডিআইজি বশির আহাম্মদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আনোয়ার হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খন্দকার মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে সুপার নিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে