জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২০) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বিবৃতিতে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের ইমারত বিধি তৈরি থেকে বঙ্গবন্ধু সেতু, দেশের প্রথম মেগা প্রকল্প পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ গত কয়েক দশকে গড়ে উঠা দেশের বড় বড় অবকাঠামোর প্রায় সবগুলোতেই কোনো না কোনোভাবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যুক্ত ছিলেন।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, তাঁর প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা খ্যাতিমান প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। শোক বাণীতে বেরোবি ভাইস-চ্যান্সেলর জামিলুর রেজা চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, জামিলুর রেজা চৌধুরী ১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্মগ্রহন করেন। খ্যাতিমান এই প্রকৌশলীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। তিনি ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের প্রথম উপাচার্য। মৃত্যুর আগ পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন।

বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ইমারত রক্ষা, তথ্যপ্রযুক্তি এবং প্রকৌশল নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৭০টি গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর। কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জামিলুর রেজা চৌধুরী। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ^বিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। এছাড়া ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে