পদ্মা সেতু চালুর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিনই ভিড় বাড়ছে বঙ্গবন্ধু প্রেমিদের। আর এতে টুঙ্গিপাড়ার অর্থনীতি হয়ে উঠেছে সরব।

দর্শনার্থীদের পদচারণায় মুখর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধ। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই জাতির পিতার সমাধিতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে কয়েকগুণ। এই এলাকার হোটেল-রেস্তোরা ও দোকানগুলোতে বেচা-বিক্রি আগের তুলনায় বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর শোকের মাস আগস্টে বেড়েছে দর্শনার্থীদের সংখ্যা। এতে আয় বেড়েছে ভ্যান, অটো চালক, হোটেল-রেস্তোরা ও দোকানিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এতে সরব হয়ে উঠেছে এ অঞ্চলের অর্থনীতি।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র জানান, দর্শনার্থীদের ভিড় বাড়ায় নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মেয়র আরো জানান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আগে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার দর্শনার্থী এলেও বর্তমানে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে