মো :দিল,সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।।“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে এবং নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধি করতে, জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে- সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে থেকে বণার্ঢ্য র‌্যালী বের হয়ে অফির্সাস ক্লাবে এসে শেষ হয়।পরে অফির্সাস ক্লাবে আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । অনুষ্ঠানে স্বাগত জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট,আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ।

এসময় জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য মোঃ সুরুতজ্জামান তালুকদার, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি আলী আহমেদ টুংকু, সহ-সভাপতি ছফর আলী, সাধারণ সম্পাদক টিএম মাঈনুল ইসলাম তালুকদার, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি খোকন ব্যাপারী মোঃ আব্দুর রহীম সহ প্রায় ৩ শতাধিক মৎস্যজীবী, মৎস্যচাষী, ও মৎস্য উদ্যাক্তারা উপস্থিত ছিলেন। দুপুরে কয়েকটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে