ঋতুচক্রে চলছে বর্ষাকাল। আষাঢ় শেষে প্রকৃতি পা রেখেছে শ্রাবণে অথচ শ্রাবণেও নেই বর্ষার ছিটেফোঁটা অথবা অঝোর বৃষ্টির ধারাপাত। উল্টো তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। বর্ষার চিরচেনা রূপ যেন উধাও হয়ে গিয়েছে। আকাশ বলছে যেন শরৎকাল, তাপদাহ বলছে যেনো গ্রীষ্মের শাসন চলছে। অঝোর জলধারার বদলে প্রকৃতি পুড়ছে প্রচন্ড খরতাপে। অথচ আষাঢ় শেষ হয়ে গেল, এসেছে শ্রাবণও। প্রচণ্ড গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে নগরবাসী। আবহাওয়ার এমন অদ্ভূত-অচেনা আচরণে বিস্মিত দেশের মানুষ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব, গ্রীন হাউস গ্যাস নিঃসরণের প্রভাবে ক্রমশ উষ্ণ হচ্ছে বায়ুমণ্ডল- বলছেন আবহাওয়াবিদরা। এবারের জুলাই মাসের যে তাপদাহ, সাধারণত ৩৮ থেকে ৪০’র মধ্যে হলে মাঝারি তাপদাহ বলি। এ ধরনের তাপপ্রবাহ এই জুলাই মাসে এটা আসলে এস্ট্রিম। এটা গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের ফলেই হয়েছে। আগামী দুই একদিনে চলমান তাপদাহ কমে আসতে পারে। তবে শ্রাবণজুড়ে বৃষ্টিপাত কম হওয়ার আভাস আবহাওয়া অফিসের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে