চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (২৭ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে দেশে পৌঁছান তিনি। প্রায় ৮’মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকায় পৌঁছে বাসায় উঠেননি তিনি। রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে থাকবেন রওশন এরশাদ।
আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে সংসদে তার উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড যাবেন সংসদের বিরোধী দলের নেতা। গত বছরের ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে নভেম্বরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হয়।