ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা অডিটরিয়ামে ১৭ মে ২০২২ খ্রি. মঙ্গলবার সংগ্রহশালা র্কতৃপক্ষ ও ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার জনাব শ্রী মুকুল দত্ত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাঈমুল হাছান,পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন।মতবিনিময় সভায় সংগ্রহশালায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা,গ্যালারি পরিদর্শনে আকর্ষণ বৃদ্ধি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে এক উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় সংগ্রহশালা ও প্রাঙ্গণের আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ ইভটিজিং, মাদকসেবীদের আড্ডা ও অপরাধ চক্রের অপতৎপরতা রোধকল্পে বিশেষ দৃষ্টি রাখার জন্যে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ মাহ্ধসঢ়;ফুজুর রহমান, নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ ও আনসার সদস্যগণ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্বে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মহোদয় গ্যালরিতে দেশের বিভিন্ন স্থান হতে আগত পর্যটক ও দর্শণার্থীদের সাথে ক’শলাদি বিনিময় করেন এবং সংগ্রহশালায় পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন।
উল্লেখ্য, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ জোনের পুলিশ সদস্যগণ নিয়মিতভাবে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল উদ্যান, ব্রহ্মপুত্র নদের পাড় ও খেয়াঘাটে দর্শনার্থীদের নিরাপত্তায় টহল ডিউটিতে নিয়োজিত থাকেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ