সাব্বির আহমেদ শ্রাবণ,বিনোদন ডেস্ক।। আবারও শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন সংগীত শিল্পী শারমীন দিপু। ভালোবাসার লাল আগুন নামের নতুন গান প্রকাশ করা হবে আগামীকাল ১৫ মে ২০২২। এটি দেখা যাবে শারমীন দিপু’র নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
ইউটিউব চ্যানেল লিংক:https://www.youtube.com/channel/UCB_wvDYX9fRI3y45_kdkMbg
এই গানটি লিখেছেন জাহাঙ্গীর রানা, সুর ও রচনা করেছেন আকাশ মাহমুদ,ভিডিও নির্দেশনা দিয়েছেন, আশিক মাহমুদ, মডেলিং করেছেন শারমীন দিপু, নাঈম খাঁন হিমেল এবং সোনিয়া আক্তার। গানটি গেয়েছেনও শারমীন দিপু।
‘ভালোবাসার লাল আগুন’ গানটি প্রসঙ্গে শারমীন দিপু জানান, ‘গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। এটি গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























