জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আখাউড়া স্থলবন্দরে। আর ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। এতে করে বন্দরের ব্যবসায়ী আর শ্রমিকদের পদচারণায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়। ঈদের ছুটিতে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২ মে থেকে ৪ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, ছুটি শেষে সকাল থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ তিন গাড়ি তুলা রফতানি ও ২০ গাড়ি গম আমদানি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ