সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। এই সূচক ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠোনের শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৬১ পয়েন্ট।

মঙ্গলবার দিনশেষে বড় পতন হয় ডিএসইএক্স ইনডেক্সের। ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমে প্রধান সূচকটি অবস্থান করছে পাঁচ হাজার ছশ তেইশ পয়েন্ট। পাশপাশি কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় ২৮২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১৫ কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর হারিয়েছে ২৯১টি প্রতিষ্ঠান। বেড়েছে মাত্র ১৮টির, অপরিবর্তিত রয়েছে ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার প্রথম অবস্থানের আজ রয়েছে কুইন সাউথ টেক্সটাইল। বস্ত্র খাতের নতুন প্রতিষ্ঠানটি আজ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক, তৃতীয় গ্রামীণ ফোন।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকারও প্রথম অবস্থানে কুইন সাউথ টেক্সটাইল । পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং সিএপিএম আইবিবিএল মিচ্যুয়াল ফান্ড। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৬১ দশমিক চার সাত পয়েন্ট; লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকা।

অর্থনীতি ডেস্ক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে