” শুটিং শেষ হলো দুটি নাটকের শুটিং ” বোকাসত্য”ও ভালবাসার সিদ্ধান্ত ” “বোকাসত্য” নাটক টি শুটিং হয় উত্তরায় হৈচৈ শুটিং হাউজ ও তার আশেপাশে আর “ভালবাসার সিদ্ধান্ত ” নাটক টি শুটিং হয় ধানমন্ডি ও লালমাটিয়ার ও তার আশেপাশে, নাটক দুটি রচনা করেছেন “মহসিন পলাশ” পরিচালনা করেছেন “রাশেদ বিপ্লব” ডিওপি ছিলেন “জাহেদ নান্নু” “বোকাসত্য” নাটকটি তে অভিনয় করেছেন, মানস বন্দোপাধ্যায়, রোজি সিদ্দিকী, মহসিন পলাশ, সেলিনা আফ্রি,তারেক আজিজ নিশক সহ আরো অনেকেই,আর “ভালোবাসা সিদ্ধান্ত ” এ অভিনয় করেছেন, মানস বন্দোপাধ্যায়,মহসিন পলাশ,সেলিনা আফ্রি,সাব্বির আহমেদ শ্রাবণ, সোহাগ বিশ্বাস, তারেক আজিজ নিশক,সাব্বির আহমেদ রমিও সহ আরো অনেকে,নাটক দুটি প্রোযোজনা করেছেন” “অরিজিনাল এন্টারটেইনমেন্ট টিম” খুব তারাতারি নাটক দুটি দর্শক দেখতে পাবে প্রাইভেট টিভি চ্যানেলে,”অরিজিনাল এন্টারটেইনমেন্ট টিম “ঈদের পর ধারাবাহিক ভাবে একের পর এক নাটক তৈরি করে যাবে দর্শকদের জন্য।বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























