আমি ভাল আছি, চিন্তা কইরেন না, আম্মুকে বইলেন ভাল আছি’ —সর্বশেষ এমন একটি মেসেজ পাঠিয়ে বাবাকে পরিস্থিতি জানিয়েছেন ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় ২৩ ফেব্রয়ারি থেকে আটকে থাকা বাংলাদেশের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ফয়সাল আহমেদ সেতু। বাংলাদেশ সময় বুধবার বিকেল চারটার দিকে তার বাবাকে এই সর্বশেষ মেসেজ লিখেছিলেন। এরপর থেকে আর কোন যোগাযোগ নেই।ফয়সালের বাবা ফারুক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

ফারুক আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া গ্রামে। ফারুক স্থানীয় পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা ও মথুরাপুর ইউনিয়ন পরিষদ থেকে ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাাচিত হয়েছিলেন। ফারুক জানান রাশিয়ার হামলার পর ঐ জাহাজেই বাংলাদেশ সময় বুধবার রাত ৯টার দিকে গোলা পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। সেখানে আরও ২৮ জন নাবিক রয়েছেন। ‘শুনেছি আমার সন্তানসহ কয়েকজনের গোলার চোট লেগেছে, কিন্তু পুরো কিছু জানতে পারিনি’, জানান ফারুক। ফারুক বলেন তিনি ছেলের কন্ঠ শুনতে চান। কিন্তু সেটি হচ্ছে না। বারবার তিনি ছেলের মোবাইলে মেসেজ দিচ্ছেন একটু কথা বলার জন্য। কিন্তু কথা বলা যাচেছ না। ফেব্রæয়ারি ২২ তিনি সর্বশেষ ছেলের সাথে কথা বলেন। ফয়সালের শৈশব কাটে কুষ্টিয়াতেই। এসএসসি পাশ করে যান খুলনাতে। খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছিলেন ফয়সাল। একই সাথে কাজ করছিলেন ডেক ক্যাডেট হিসেবে। গত চার মাস আগে বাংলাদেশ থেকে বিমান যোগে প্রথমে তুরস্কে যা সেতু। সেখান থেকে ঐ জাহাজে অবতরণ করেন তিনি। বিভিন্ন দেশ ঘুরে গত ২২’শে ফেব্রয়ারি ইউক্রেনে যান। সেতু এ পর্যন্ত ৩০ থেকে ৪০টি দেশে গেছে বলে জানান বাবা ফারুক আহমেদ। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল সবার ছোট।

ফয়সালের বাবা ফারুক আরোও জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয় থেকে লোকজন তার সঙ্গে বারবার যোগাযোগ করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বিষয়টি নিয়ে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তাকে জাননো হয়েছে বলে তিনি জানান। তিনি দেশবাসীর কাছে দোয়া চান। সেতুর মা টলি খাতুন শারিরীকভাবে অসুস্থ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে