
জলবায়ু ও নদীর ভালোবাসার টানে জনপ্রিয় ৭টি ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে ভিন্নধর্মী অনুষ্ঠান নদী রক্স। মঙ্গলবার(২২’শে ফেব্রয়ারি) রাতে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, নদীকে অবশ্যই রক্ষা করা হবে। দেশের জনপ্রিয় চিরকুট ব্যান্ডের শিল্পী শারমিন সুলতানা সুমি’র ভাবনায় ‘নদী রক্স’র স্লোগান হচ্ছে ‘জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই’। এই উদ্যোগটিকে সার্বিকভাবে সহযোগিতা করছে সুইজারল্যান্ড দূতাবাস এবং মানুষের জন্য ফাউন্ডেশন। এ’সময় আরও ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জীসহ আরও অনেকে।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাস থেকে “নদী রক্স”-এর আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে এবং পরবর্তী ৮’মাস ধরে এর কাজ চলবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়া জলবায়ু, নদী আর সংগীতকে এক করে সময়োপযোগী এই উদ্যোগ দেশে এই প্রথম।জলবায়ু ও নদীর ভালোবাসার টানে জনপ্রিয় ৭টি ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে ভিন্নধর্মী অনুষ্ঠান নদী রক্স।

বিনোদন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























