সঙ্গীতপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম “কোক স্টুডিও”। ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে সরাসরি গানের অনুষ্ঠান কওরে কোক স্টুডিও। বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছেও তুমুল জনপ্রিয় কোক স্টুডিও। দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর হলো, সামনে এসেছে “কোক স্টুডিও বাংলা”র প্রথম মৌসুমের প্রথম গান।

বুধবার(২৩’শে ফেব্রুয়ারি) ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গানটি প্রকাশিত হয়। অনিমেষ রায় ও পান্থ কানাইয়ের কণ্ঠে গানটির সঙ্গীতায়ন করেছেন অদিত রহমান এবং সার্বিক প্রযোজনায় ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানের মতো তারকা শিল্পীরা ছাড়াও বিভিন্ন প্রজন্মের এক ঝাঁক শিল্পীকে গান গাইতে দেখা যাবে এবারের মৌসুমে। এর আগে, গত জানুয়ারি মাসে ঢাকায় কোক স্টুডিও’র শুটিং চলছে বলে প্রথমবারের মতো খবর আসে। কোমল পানীয় ‘কোকাকোলা’র পৃষ্ঠপোষকতা আর “গ্রে বাংলাদেশ”র সমন্বয়ে এই সঙ্গীতায়োজনের কাজ চলছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে