বাংলাদেশের অভিবাসীদের জন্য জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও বাণিজ্যিক সিটি নিউইয়র্ক। যেখানে ৩’লাখের অধিক বাংলাদেশি মানুষের বাস। আর সেখানে গড়ে উঠেছে বিশাল বাঙালি কমিউনিটি। আর তাই নিউইয়র্কে জ্যামাইকার একটি রাস্তার নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’ নামে। আগে জ্যামাইকায় অবস্থিত এই রাস্তার নাম ছিল ‘হোমলন স্ট্রিট’। তবে এই নামও বহাল থাকবে বলে জানা গেছে।

স্থানীয় সময়(২১’শে ফেব্রুয়ারি) সোমবার দুপুরে এই নতুন নামকরণ উদ্বোধন করা হয়। সবুজ রঙের স্টিল প্লেটে সাদা রঙে লেখা রয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’ এ যেন নিউইয়র্ক সিটিতে এক টুকরো বাংলাদেশের স্বাদ। গতকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে অস্থায়ী শহীদ মিনার স্থাপনও করা হয়েছিল । বাঙালিরা সেখানে শ্রদ্ধার সহিত পুষ্প¯তবক অর্পণ করেছিল। সে সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলম্যান জেমস এফ জিনারো, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রেন, নিউইয়র্কে নির্বাচিত প্রথম দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন। মোহাম্মদ তুহিন সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস নামে একটি সংগঠনের পক্ষ থেকে এটির নামকরণের প্রস্তাব রাখেন।তারপর ডিস্ট্রিক্ট কাউন্সিল ২৪ এর কাউন্সিলম্যান জেমস এফ জিনারে সেটি সিটি কাউন্সিলে উত্থাপন করেন। পরে ২০২১’সালের ১৫’ডিসেম্বর প্রস্তাবটি পাস হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে