বাংলাদেশি চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও বৃহত্তম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সুদর্শন যুবকের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পহেলা মার্চ তাদের ফেসবুকের ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তারা জানান, ২০-২৫ বছরের কজন স্মার্ট, সুদর্শন তরুণ প্রয়োজন । একটি বিগ বাজেট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। এছাড়া কিভাবে কি আবেদন করতে হবে এবং কি কি দিতে হবে তার বর্ণনাও দিয়েছেন। সঙ্গে একটি ইমেইল নাম্বার যুক্ত করে দিয়েছেন। নিম্নে স্ট্যাটাসটি দেয়া হল:
২০-২৫ বছরের একজন স্মার্ট, সুদর্শন তরুণ প্রয়োজন । একটি বিগ বাজেট
২০-২৫ বছরের একজন স্মার্ট, সুদর্শন তরুণ প্রয়োজন । একটি বিগ বাজেট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ।
পূর্ণ ছবি | উচ্চতা । ওজন । বয়স । শিক্ষাগত যোগ্যতা
আগ্রহীদের উপরে বর্ণিত তথ্য সমূহসহ নিম্নে প্রদত্ত ইমেইলে এ বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইলো । aziz@jaazmultimedia.com
২০১১ সালে শিষ মনোয়ার কর্তৃক কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। এটি বাংলা ভাষার বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও যা এক বছরে গড়ে দশটির উপরে চলচ্চিত্র নির্মাণ করে থাকে।
নো বেড অব রোজেস চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানটি ভালবাসার রং, অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল এবং অগ্নির মত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ প্রযোজনা করেছেন।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ