নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সাহিত্য আসরে তরুণ লেখক সাংবাদিক ফয়েজ আহমেদের লেখা দু‘টি বই-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। বই দু’টি হচ্ছে, বঙ্গবন্ধ জাতির চেতনার নাম ও আজব স্বপ্ন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল এন্ড ল্যাবের সম্মেলন কক্ষে এ প্রকাশন উৎসব অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হামিদুর রহমান। মাশরুমের জনক ও সাহিত্য আসরের সদস্য আজিজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আমিরুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক রাকিবুল ইসলাম তুহিন, শিল্প সাহিত্য সংসদের সদস্য হামিদুল ইসলাম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আতাহার হোসেন বাদশা, জাকির হোসেন, ফেরদৌস রহমান, কামারপুকুর ইউপি সদস্য মমিনুল ইসলাম,  জয়নাল আবেদীন হিরো, কৃষিবিদ বাসু দেব দাস প্রমুখ।উৎসবে বক্তারা বলেন, বই দুটিতে সমাজে ঘটে যাওয়া বাস্তব চিন্তা ধারা ও রাজনীতির অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে।

লেখক ফয়েজ আহমেদ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আকমল সরকার রাজু।

রেজা মাহমুদ,
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে