চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অপারেটরদের হাতে এর লাইসেন্স তুলে দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি।

এর ফলে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে ফোরজি চালু হচ্ছে। সন্ধ্যায় ঢাকা ক্লাবে অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স হস্তান্তর করবে বিটিআরসি। ফোরজি চালু হওয়ার পরপরই গ্রাহকদের এই সেবা দেয়া হবে বলে জানিয়েছে মোবাইলফোন অপারেটরগুলো।

তারা বলছে, ফোরজি চালুর পর কিছু সময়ের মধ্যে গ্রাহক এই সেবা নিতে পারবেন। ফোরজিতে ইন্টারনেটের গতি আগের থেকে অন্তত চারগুণ বাড়বে বলে জানিয়েছে অপারেটরা। তবে সবকিছুই নির্ভর করছে অপারেটরদের সেবা দেয়ার মানসিকতার ওপর।

টেক ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে