প্রতিবছর ১০ লাখ রোগী দেশের বাইরে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এতে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাজমা অ্যাসোসিয়েশন আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ক্যান্সারে দেশে প্রতিবছর আড়াই লাখ রোগী মারা যাচ্ছে। বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অ্যাজমা অ্যাসোসিয়েশনের সভাপতি, অধ্যাপক ডা. বশির আহমেদ বলেন, অ্যাজমা রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সচেতন করা হচ্ছে এ রোগ সম্পর্কে।

স্বাস্থ্য ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে