আইএসকে হটিয়ে হোমস প্রদেশের পিলমিরা ফের দখলের পর সেখানে বাশার আল আসাদের বাহিনী একটি গণকবরের সন্ধান পেয়েছে । ওই কবরে অন্তত ৪০টি মৃতদেহ রয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু ও পাঁচজন নারীও রয়েছে। খবর আলজাজিরা।
দীর্ঘ সময় ধরে আইএসের দখলে থাকা পিলমিরাকে গত সপ্তাহেই দখলে নেয় আসাদ বাহিনী।
যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, এর আগে আইএস বহু মানুষকে হত্যা করে এবং তাদের সেখানে কবর দেয়া হয়।
সরকারি বার্তা সংস্থা সানা রিপোর্টেডের খবরে বলা হয়, গণকবর থেকে ৪০টি মৃতদেহই তোলা হয়েছে। মৃতদেহগুলোর মধ্যে রয়েছে ১৫টি নারী ও শিশু।
গত সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনী জানায়, পালমিরায় রোমান সাম্রাজ্যের বহু নিদর্শন, শহর, বাড়িঘর সবকিছুই ধ্বংস করে দিয়েছে আইএস।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধটি শুরু হয় ৫ বছর আগে। গতবছর মে মাসে আইএস তাদমুর নামে শহর দখল করে। সেখান থেকেই প্রাচীন স্থাপনাগুলো ধ্বংসের কাজে হাত দেয়।
জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত যুদ্ধে ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।