নতুন কোম্পানির শেয়ারবাজারে তালিভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়া সহজ করার তাগিদ দিলেন পুঁজিবাজার বিশ্লেষকরা। আইপিও প্রক্রিয়ার নানা জটিলতা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে বলে মনে করেন তারা।

সোমবার রাজধানীর একটি হোটেলে শিল্পায়নে আইপিও’র গুরুত্ব নিয়ে আয়োজিত এক সেমিনারে তারা এ কথা বলেন। সেমিনারে সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা সময়সাপেক্ষ। এজন্য বিভিন্ন দেশের পদ্ধতি পর্যালোচনা করে আইপিও প্রক্রিয়া সহজে ও স্বল্প সময়ে শেষ করা গেলে বিভিন্ন কোম্পানি তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে।

কিছুদিন আগে শেয়ারবাজারে অস্থিরতা থাকলেও এখন সুষ্ঠুভাবে চলছে বলে জানান তিনি। শেয়ারবাজার থেকে অর্থায়নে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সচেষ্ট থাকার আহ্বান জানান বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

অনলাইন ডেস্ক,  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে