প্লাস্টিক পণ্য ব্যবহারে পরিবেশ ও সমুদ্র দূষণ বাড়ছে। দূষন কমাতে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করতে নতুন কৌশল অবলম্বন করেছে ইন্দোনেশিয়ার পরিবেশবাদীরা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্লাস্টিক পণ্য দিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর।

অভিনব উপায়ে বিশ্বকে জরুরি এক বার্তা দিতে চায় ইন্দোনেশিয়ার পরিবেশবাদীরা। বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষন সমুদ্র বেষ্টিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া।  ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যের ব্যপক ব্যবহারে দিন দিন হুমকীর মুখে পড়ছে দেশটি।প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে সচেতনতা বাড়াতেই দেশটির জাভা দ্বীপের পূর্বাঞ্চলের গ্রেসিক শহরে এক প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদীরা।মাত্র তিন মাস সময়ে ১০ হাজারেও বেশি প্লাস্টিক পণ্য সংগ্রহ করে সাজানো হয়েছে প্রদর্শনীটি। আর এসব প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে নদী কিংবা সমুদ্রতীর থেকে।প্রদর্শনীর অন্যতম আকর্ষন প্লাস্টিক মোড়কে তৈরি ‘দেবী শ্রী’ প্রতিমূর্তি। দ্বীপবাসী একে সমৃদ্ধির দেবী মনে করে।পরিবেশকর্মী প্রিজি অরিসান্দি বলেন,’আমরা আসলে মানুষের কাছে সচেতনতার বার্তা পাঠাতে চাই। এই প্লাস্টিক বর্জগুলি পুনর্ব্যবহার করা কঠিন। প্লাস্টিক পণ্য কেনা থেকে আমাদের বিরত থাকা উচিৎ। আমাদের খাদ্যের প্রধান উৎস সমুদ্রের জন্য প্লাস্টিক অনেক ক্ষতিকর।’

ইন্দোনেশিয়ায় প্লাস্টিক পণ্য ব্যবহারে প্রকট সমস্যা দেখা দিয়েছে। প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণের জন্য চীনের পরই ইন্দোনেশিয়ার অবস্থান।গত মাসে প্রদর্শনীটি উদ্বোধনের পর থেকে চারশ’র বেশি দর্শক এটি দেখতে এসেছেন।

সূত্রঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে