মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না। হাতের ধন ঠেললা পায়ে, আপন মানুষ খুজলা না।” মাত্র চার দিন আগে নিজের নতুন অপ্রকাশিত গানের এই দুটি লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন সাথী খান। মাত্র ১৫ সেকেন্ডের লাইন দুটি এখন তুমুল জনপ্রিয়তার সঙ্গে প্রশংসা কুড়াচ্ছে সববয়সী গানপ্রিয় মানুষ ও তরুণ প্রজন্মের কাছ থেকে।

‘আপন মানুষ’ শিরোনামে গানটি গেয়েছেন উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী সাথী খান। শেখ নজরুল ইসলামের কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম ও সঙ্গীতায়োজন করেছেন রেজাউন শেখ। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন ফিদেল নাঈম। এতে সাথী খানের পাশাপাশি মডেল হয়েছেন হুমায়ুন আহমেদ। এ প্রসঙ্গে সাথী খান বলেন, গানটি প্রকাশের আগে আগে আমি শুধু ‘মইরা গেলে কানবা ঠিকই’ গানের কথাটি ব্যবহার করে একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি। আর তাতেই দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতে আমি আনন্দিত। ইউটিউবে ‘মইরা গেলে কানবা ঠিকই’ লিখে সার্চ করলে শতাধিক ভিডিও আসে। আর টিকটকে লক্ষাধিক মানুষ এই মিউজিকটুকু ব্যবহার করে হরদম ভিডিও বানাচ্ছেন। আমি বলবো এটা আামার জন্য অনেক বড় পাওয়া।

আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ‘এইচএম ভয়েস’ এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে