জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করছে আশুগঞ্জ  উপজেলা মৎস্য অফিস। এ উপলক্ষে রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। এসময় উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে স্থনীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অফিস।

এসময় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান।এ সময় মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে