রাজধানীর বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে(এআইইউবি)’তে সংবাদ সংগ্রহে যাওয়া বেসরকারি মাছরাঙা টেলিভিশনের চার সাংবাদিকসহ পাঁচজনকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তাদের আটক রাখা হয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গিয়েছিল মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক বদরুদ্দোজা বাবু, জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল মিলন, ক্যামেরা পারসন সাইফুল ইসলাম, সোহাগ এবং প্রযোজক সায়েম খান।
ক্যাম্পাসের ভেতরে তাদেরকে আটকে রাখা হয়। এ অবস্থায় আড়াই ঘণ্টা থাকার পর রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে ছেড়ে দিলেও দুটি ক্যামেরা ও মোবাইল ফোন রেখে দেওয়া হয়। এসময় মারধরেরও অভিযোগ করেছেন সাংবাদিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সাংবাদিকদেরকে উদ্ধার করে।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ