আজ চট্টগ্রাম গণহত্যা দিবস। ১৯৮৮ সালের এই দিনে চট্টগ্রামের লালদিঘী ময়দানে শেখ হাসিনার সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন দলের ২৪ নেতা কর্মী। ৩০ বছর পরও আলোচিত এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি স্বৈরাচার বিরোধী সমাবেশ ডাকা হয় চট্টগ্রামের লালদিঘী ময়দানে। যোগ দিতে আসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। এসময় তাকে লক্ষ্য করে ছোঁড়া পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন ছাত্র, রাজনীতিবিদসহ অনেক সাধারণ মানুষ। সেই দিনের বিভীষিকার স্মৃতিতে এখনো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।১৯৯২ সালের ৬ মার্চ তৎকালীন সিএমপি কমিশনার মীর্জা রকিবুল হুদাকে প্রধান আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা হয়। বাদী হন আইনজীবী শহীদুল হুদা। এরইমধ্যে মারা গেছেন মামলার বাদী এক তদন্ত কর্মকর্তা এক আসামী ও এক সাক্ষী।হত্যাকাণ্ডের এত বছর পরও বিচার না পাওয়ায় হতাশ হতাহত ও নিখোঁজদের পরিবার।

বর্তমানে মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন। ১৬৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ৪৬ জনের। বিচারকাজের দীর্ঘসুত্রতার জন্য বিভিন্ন সরকারের অবহেলাকে দুষছেন সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে