করোনা অতিমারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। শুধু সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসরতরা হজ করার সুযোগ পাবেন। ফলে এবারও বাংলাদেশ থেকে হজে যাওয়া সম্ভব হবে না। আজ শনিবার (১২ই জুন) আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসলিমদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা। এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০’বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














