মিস্টার পারফেকশনিস্টের বাড়ির সামনে দাঁড়াল একটি গাড়ি। নেমে এলেন সানি। সোজা চলে গেলে বাড়ির ভেতরে। তখন মধ্যরাত। না, না অন্য কোনো কারণ নয়, সম্প্রতি নিজের বাড়িতে এক জলসার আয়োজন করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানে নিমন্ত্রিত ছিলেন লিওন।
বেবিডলের সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ও সানির ভাইও। আমিরের নিমন্ত্রণ বলে কথা! প্রথম সাক্ষাৎকারে আমিরের সঙ্গে ছবি করার ইচ্ছাও প্রকাশ করেন নায়িকা।
কিছুদিন আগে সানির সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির খান। এখন দেখার বিষয় জল কি সেদিকেই গড়াচ্ছে কি না। অনেকে মনে করছেন এই সাক্ষাতের পিছনে হতে পারে লিওন-আমির জুটির কোন খবর।
আপাতত ‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম নম্বর করতে দেখা যাবে লিওনকে। এদিকে রইস সিনেমায় শাহরুখ খানের সঙ্গে শুটিং করার পর থেকে নাকি এই অভিনেত্রী নিজের শরীরে চিমটি কেটে দেখেছেন। হ্যাঁ, নিজেই টুইট করে ভক্তদের জানিয়েছে এই তথ্য। এবার একে একে বলি পড়ার বড় তারকাদের ঘরের দরজা খুলছে তার জন্য। আমিরের নিমন্ত্রণ সেটাই প্রমাণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে