ফ্যাশন সিন্ডিকেট বিডি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ মেডিকেল কলেজ বনাম সিদ্দিকী গ্রুপ। সিদ্দিকী গ্রুপ টচে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান সংগ্রহ করে.দলের পক্ষে নাঈম ৪৮ ও ইনজামাম ৩৬ রান করেন। মিঠু ২০ রানে ৩ টি ও সিজার ৩২ রানে ৩ টি উইকেট লাভ করে।১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ মেডিকেল কলেজ। ৩ রানে জয় পেয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় সিদ্দিকী গ্রুপ। ২৬ বলে ৪৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সিদ্দিকী গ্রুপ এর নাঈম।
৩৩৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এমজিটির রোহিত। ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন এমজিটির গৌরব। ১০২ রান ও ৯ উইকেট নিয়ে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হন বাংলাদেশ মেডিকেল কলেজের ওমর। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি লাভ করেন অ্যাপোলো হসপিটালস ঢাকা।
ফাইনালে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনহাজুল আবেদীন নান্নু ( প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ), জনাব ফকির মহিউদ্দিন আহমেদ (চেয়ারম্যান-ফ্যাশন সিন্ডিকেট বিডি ) ,জনাব জাকারিয়া শাহজাহান ( সি.ই ও -ফ্যাশন সিন্ডিকেট ) ,টুর্নামেন্টের আয়োজক হিসেবে ছিলেন জনাব তারেক আজিজ খান(সাবেক জাতীয় ক্রিকেটার )। উক্ত টুর্নামেন্ট এ ধারা ভাষ্যকর হিসেবে খেলা পরিচালনা করেন বাংলাদেশের জনপ্রিয় জাতীয় ক্রীড়াভাষ্যকর কুমার কল্যাণ ।
টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফ্যাশন সিন্ডিকেট , কো-স্পনসর হিসেবে আছে টেক্স স্টাইলস বিডি ও এ.এম.জি.টি. টুর্নামেন্ট পার্টনার হিসেবে আছে অ্যাপোলো হসপিটালস ঢাকা ,টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার- কালের কণ্ঠ ,অনলাইন মিডিয়া পার্টনার – বিডি টাইম্স নিউজ, রেডিও পার্টনার – রেডিও স্বাধীন ৯২.৪ এফএম। টুর্নামেন্টের আয়োজক টি.কে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট।
শামস-ই-তানভীর
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ।