ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ৮২ তম বার্ষিক সভা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফতেহায়ে ইয়াজদাহুম, খতমে বোখারী শরীফ ও ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা কাজী কামাল উদ্দিন।
মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মাওলানা খুরশিদ আলমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীর, বোয়ালখালী শাকপুরা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী, নানুপুর গাউছিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোসলেহ উদ্দিন মাদানী, ফটিকছড়ি জামেউল উলূম ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইব্রাহীম কাশেম আল কাদেরী, কাটিরহাট মুফিদুল ইসলাম ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আল কাদেরী ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ বক্তা ছিলেন আনোয়ারা চুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী ও কাটিরহাট ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী। এছাড়া দেশবরেণ্য আরো বহু ওলামায়ে কেরাম কোরআন-হাদীসের আলোকে আলোচনা করেন। রাতে সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা কাজী কামাল উদ্দীনের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ