ছবি ও কবিতার সমন্বয়ে ধানমন্ডির দৃক গ্যালারীতে, আসছে ১৫ ও ১৬ ডিসেম্বর (শুক্র – শনি) ২০১৭, বিকেল ০৩’টা থেকে রাত ৯’টা পর্যন্ত প্রদর্শিত হতে যাচ্ছে এস আর এফ খান এবং শায়লা খান এর একক ছবি ও কবিতার প্রদর্শনী “Poetography Exhibition”। সেই সাথে থাকছে আনোয়ার হোসেন স্যার এর ফটোগ্রাফির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফটোগ্রাফির ২ দিন ব্যাপী ওয়ার্কশপ। অত্র  Poetography এক্সিবিশনটি শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার জনাব আলী জাকের।

একটি অভিনব এবং ব্যতিক্রম ভাবনা থেকে এই এক্সিবিশনের শুরু। এর শুরুটা হয়েছিলো ২০১৬’র জুলাই মাসে, এস আর এফ খান’এর কবিতা এবং ছবি নিয়ে একই ফ্রেমে দুটিকে সম্পৃক্ত করে, ছবি ও কবিতার মধ্যে সম্পর্কের এক্সিবিশন। এক্সিবিশনের নাম দেয়া হয়েছিলো “চিত্রবিতা”। আর এবার দেয়া হলো “পোয়েটোগ্রাফি এক্সিবিশন”।

D’PhotoCafé আগামীতে এভাবে নতুন সব কাজে সবাইকে প্রেরণা যোগাবে, উৎসাহিত করবে, এবং চেষ্টা করবে সচরাচর যে সকল কাজ এবং অনুষ্ঠান দেখার বিষয়-ব্যাপার আছে, তাকে ভিন্ন রকম করে সকলের সামনে উপস্থাপন করতে। যা অবশ্যই শিক্ষনীয় এবং গ্রহণযোগ্যভাবে আনন্দ প্রিয় হবে সবার কাছে। ডি’ফটোক্যাফে টীম এবং আমরা একযোগে সকলের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি। আশা করবো সকলের উপস্থিতি মধ্যে দিয়েই এমনসব কাজের মূল্যায়ন করা সম্ভব হবে।

এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের কো-স্পন্সর হিসেবে থাকছে ইআটিই ডটকম,সিটি কম, খান আইটি সোর্স, ।এছাড়াও কো-স্পন্সর হিসেবে থাকছে গো গার্ল এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডি নিউজ ২৪.কম, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডি টাইমস নিউজ, টুডে টাইমস। এবং রেডিও পার্টনার হিসাবে থাকবে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম।

বিনোদন ডেস্ক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে