বার কাউন্সিলে আইনজীবীদের অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার সময় মোহম্মদপুরে দুটি পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।সকালে রাজধানীর মোহাম্মদপুর মডেল ও কেন্দ্রীয় কলেজে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা পরীক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরে এ দুটি কেন্দ্রে পরীক্ষা হয়নি।পরীক্ষা বর্জনের ঘটনা ঘটে পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্রেও। সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যেই লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে কিছু শিক্ষার্থী বের হয়ে যান।

এ সময় পরীক্ষা বর্জনকারীরা অন্যদেরও জোর করে বের করে দেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে