শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো ঢাকা থিয়েটার ও লন্ডনের গ্রে আই থিয়েটারের যৌথ প্রযোজনায় আ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট। শারীরিক প্রতিবন্ধীদের অভিনয়ে উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী প্রেম কাহিনী রোমিও অ্যান্ড জুলিয়েট পেয়েছে ভিন্ন এক রূপ।

ভালোবাসার আলাদা কোন ভাষা নেই। মনের ভাষাই ভালোবাসা প্রকাশের মাধ্যম। শেক্সপিয়ারের রোমিও এন্ড জুলিয়েট হতে পারেন শারীরিক প্রতিবন্ধীরাও। রোমিও কথা বলতে পারলেও জুলিয়েট বাক প্রতিবন্ধী।
অমর এই প্রেমকাহিনীর এমন বিরল উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে যুক্তরাজ্যের গ্রে আই থিয়েটার এবং ঢাকা থিয়েটার। নির্দেশনা দিয়েছেন জেনি সীলি প্রযোজক নাসির উদ্দীন ইউসুফ।

বিয়োগান্ত কাহিনী শেক্সপিয়রের রোমি জুলিয়েট। নাটকে রোমিও জুলিয়েটের পরিবারের ক্ষোভ কলহসহ তুলে ধরা হয়েছে সামাজিক ব্যবস্থাও। যার শেষ পরিণতি প্রেমিক যুগলের করুণ মৃত্যু। লন্ডনে অবস্থানরত নির্দেশক জেনি সীলি এই নাটকের জন্য তিন বছর কাজ করেছেন ঢাকার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে। থিয়েটারে তাদের অংশ নেওয়ার অধিকার বাড়ানোর তাগিদ অনুভব করেন প্রযোজক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

প্রজেক্টরের মাধ্যমে বাংলা ও ইংরেজি সংলাপ তুলে ধরা হয় এই নাটকে। তৃতীয়বারের মতো মঞ্চায়িত এই নাটকটির সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল।

বিনোদন ডেস্ক
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে