বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক; বন্ধুত্বের এই বন্ধন অটুট থাকবে চিরদিন। তাই, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান বিনম্র চিত্তে স্মরণ করে।ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকা ও সহকারী হাইকমিশন অব ইন্ডিয়া সিলেট এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু স্টেটসম্যান অব দ্য এরা ( Bangabandhu Statesman of Era) শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে বাংলাদেশের শরনার্থী আশ্রয়সহ, বাংলাদেশের ভারতের কুটনৈতিক তৎপরতার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় কলাকুশলীরা। প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে ২৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ১২ ও ১৩ই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ